Find your favourite picture
Desire can move mountains!
অনেক সময় আমরা হতাশ হয়ে যাই। বেশ পড়লাম, কিন্তু এক্সামে নাম্বার পেলাম না। বেশ পরিশ্রম করলাম, কিন্তু সাফল্য পেলাম না।
একবার ভেবে দেখো। কেউ যদি বলত যে ভাই, আপনি যদি ১০,০০০ জুল কাজ করেন, তাইলে বুয়েটে চান্স পাবেন। কি অবস্থাটা হইতো?
আমরা সবাই মিনিমাম ১০,০০০ জুল কাজ করে ফেলতাম, তাই না?
এটাই মেইন সমস্যা। আমরা আসলে জানি না যে ঠিক কতটা পরিশ্রম করলে আমরা সফল হব। কেউই জানে না।
তাইলে কি করার? কন্টিনিউয়াসলি চেষ্টা করে যেতে হবে, যতক্ষণ সাফল্য না আসে। অনেক বাধা আসবে, অনেক সমস্যা আসবে, কিন্তু সেগুলা অতিক্রম করেই নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।
দিন শেষে তারাই হাসবে যারা নিজের স্বপ্নের পিছনে নিজের সর্বোচ্চটা দিতে পেরেছে!
So, what are you waiting for?