শীতকালে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাই শরীরের চামড়ার জলীয় অংশ শুকিয়ে যায়। ঠোট সবসময় থাকে ফলে সেখানে বাষ্পায়ন বেশি হয় এবং দ্রুত শুকিয়ে যায় এবং চামড়া সংকুচিত হবার জন্য ঠোঁটের ভেতরে ও বাইরের চাপের বৈষম্যের জন্য ঠোট ফেটে যায়।