পানির ফোটা গোলাকৃতি হয় কেন?
তরলের পৃষ্ঠে কিছু বিভব শক্তি জমা থাকে। এ বিভব শক্তি তরলের ক্ষেএফের উপর নির্ভর করে। তরলের পৃষ্ঠশক্তি কম হলে সঞ্চিত বিভব শক্তিও কম হয়।তরল চায় বিভব শক্তিকে সর্বনিম্ন রাখতে। সুতরাং সর্বনিম্ন বিভব শক্তি থাকতে হলে পৃষ্ঠের ক্ষেএফল সর্বনিম্ন করতে হবে।একটি নির্দিষ্ট পানির ফোটা গোলাকৃতি হলেই এর পৃষ্ঠের ক্ষেএফল সর্বনিম্ন হয়। এ কারনেই পানির ফোটা গোলাকৃতি হয়।