সূর্য একটি কৃষ্ণবস্তুু না উজ্জ্বল বস্তুু?
সূর্য তথা নক্ষত্ররা উজ্জ্বলবস্তু। একইসাথে, তাদের আচরণ কৃষ্ণবস্তুর মতোই। কারণ, আদর্শ কৃষ্ণবস্তুর বৈশিষ্ট্যতে আমরা যা জানি, তা তার উপর আপতিত সকল তরঙ্গদৈর্ঘ্যের আলোকেই শোষণ করে৷ প্রতিফলিত করে না। নক্ষত্ররাও তেমনই। নক্ষত্রের গাঠনিক গ্যাসীয় পদার্থগুলো আলো শোষণ করে। কিন্তু প্রতিফলিত করে না। একই সাথে, পরবর্তীতে কৃষ্ণবস্তু যে বিকিরণ নির্গত করে, তা তার পৃষ্ঠ তাপমাত্রার সমানুপাতিক। অন্য কথায়, পৃষ্ঠ তাপমাত্রা অনুযায়ী বিকিরণ করে। যদি তাপমাত্রা অধিক হয় তবে তা নীলচে ও কম হলে তা লালচে আলো বিকিরণ করে। নক্ষত্ররাও তেমনই। তাদের ক্ষেত্রেও, তার পৃষ্ঠ তাপমাত্রা বেশি হলে নীলচে আলো ও কম তাপমাত্রা হলে ক্রমেই লালচে আলো বিকিরণ করে৷ তাই, নক্ষত্ররা কৃষ্ণবস্তুর মতোই আচরণ করে। একইসাথে অবশ্যই তারা উজ্জ্বলবস্তুও বটে।