১৬৮৭ খ্রিষ্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন আপেল পতন এবং উপগ্রহের গতি পর্যবেক্ষণ করে মহাকর্ষের সূএ আবিষ্কার করেন।
সূএ : মহাবিশ্বের যেকোন দুটি বস্তুুকনা পরষ্পরকে আকর্ষন করে। এই আকর্ষন বল বস্তুু দুটির ভরের গুনফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক।
নিউটনের গতি সংক্রান্ত সূএ(newton's law of motion):
১ম সূএ(1st law): বল প্রয়োগ না করলে স্থির বস্তুু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তুু সমবেগে চলতে থাকবে।
২য় সূএ(2nd law): বস্তুুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।