নিউক্লিয়াস থাকে না- আদিকোষে, সিভকোষ, মানুষের RBC তে (পরিণত অবস্থায়)
নিউক্লিয়াস কোষের স্থান দখল করে ১০-১৫%
স্পার্ম বা শুক্রাণুতে নিউক্লিয়াস - ৯০%
দ্বিস্তরী ডাবল আবরণী বেষ্টিত অঙ্গাণু নিউক্লিয়াস।
নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস ৯ nm
নিউক্লিওপ্লাজমের অপর নাম- ক্যারিওলিক্ষ
নিউক্লিয়াসের নামকরণ করেন বোম্যান (১৮৪০)।
ক্রোমোসোমের যে স্থানে নিউক্লিয়াস লাগানো থাকে SAT বা স্যাটেলাইট
নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় ফুলজিন রং নেওয়া অংশকে বলে- ক্রোমাটিন
প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট।
সুচের মতো আকারের ক্যালসিয়াম অক্সালেটকে বলে র্যাফাইড
আঙুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে বলা হয়- সিস্টোলিখ
কোষে বহুসংখ্যা নিউক্লিয়াস দেখা যায় Opalina নামক আদ্যপ্রাণীর কোষে
বহুসংখ্যক নিউক্লিয়াস থাকে অস্থিকোষে উদ্ভিদের বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে বলে সিনোসাইট
প্রাণীর বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে বলে সিনসাইটিয়াম (Syncytium)
নিউক্লিয়ার রক্তের সংকোচন - প্রসারণ নিয়ন্ত্রণ করে - ৮টি গ্রানিউল
নিউক্লিয়ার রক্তের কেন্দ্রে থাকে বড় আকৃতির - ট্রান্সপোর্টার প্রোটিন।
নিউক্লিওপ্লাজমের অপর নাম - নিউক্লিওলাস (nuclear sap)
নিউক্লিওলাসের বর্ণনা দেন ওয়াগনার (1840)
নিউক্লিওলাস অনুপস্থিত - শ্বেতকণিকা,
শুক্রাণু বিভাজনোত্তর কোষে
নিউক্লিক এসিডের ভান্ডার হিসেবে কাজ করে - নিউক্লিক এসিড
নিউক্লিয়াসে পদার্থের আদান-প্রদান ঘটে - নিউক্লিওপ্লাজমিন এর সাহায্যে
নিউক্লিওপ্লাজমিন উপস্থিত থাকে - নিউক্লিও পর্দায়
নিউক্লিওলাসের বাইরের দিকের দানাদার অংশের নাম - পার্স অ্যামরফা
নিউক্লিওলাসের ভেতরের দিকের সূত্রকময় অংশের নাম - নিউক্লিওলোনিমা
নিউক্লিওলাসের কেন্দ্রীয় তরল অংশের নাম -
মাতৃকা
নিউক্লিওলাসের রাসায়নিক উপাদান - RNA, প্রোটিন ও DNA
ক্রোমোটিন তন্তুর দৃঢ়ভাবে অধিক প্যাচানো অংশ - হেটারোক্রোমাটিন
ক্রোমাটিনের কম কুণ্ডলিত অংশ - ইউক্রোমাটিন
ইউক্রোমাটিন অংশ বংশগত বৈশিষ্ট্যে সক্রিয়
'ক্রোমোসেন্টার' দেখা যায় ক্রোমাটিন তন্তুতে
নিউক্লিয়াস আবিষ্কার করেন - স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী Robert Brown
কোষের সবচেয়ে বড় অঙ্গাণু - নিউক্লিয়াস
নিউক্লিয়াসের ব্যাস - 7-10 pm
অধিক সাইটোপ্লাজমযুক্ত কোষে থাকে - বৃহদাকৃতির নিউক্লিয়াস
প্রতি বর্গ মাইক্রোমিটারে নিউক্লিয়ার ছিদ্রের সংখ্যা - 40-145টি
নিউক্লিয়ার ছিদ্রগুলো - অষ্টভূজাকৃতির
নিউক্লিয়ার ছিদ্রের ব্যাস 400-1000
নিউক্লিয়ার ছিদ্রের একটি থেকে অন্যটির দূরত্ব 1500A
প্রতিটি নিউক্লিয়ার ছিদ্র পরিবৃত্ত থাকে - বৃত্তাকার অ্যানুলাস দিয়ে
নিউক্লিয়ার ছিদ্র ও অ্যানুলাস মিলে গঠন করে পোর কমপ্লেক্স
আদিকোষ থাকে- Prochromosome (আদিক্রোমোসোম)
ক্রোমাটিন নামকরণ করেন Walter Flemming (1888)
বর্ণক্ষমতার জন্য 'ক্রোমোসোম' শব্দটি ব্যবহার করেন - Waldeyer
সর্বপ্রথম মানুষের ক্রোমোসোম সংখ্যা প্রকাশ করেন Theophilis Painter (1921)
উচ্চতর জীবকোষে প্রতি দেহকোষে ক্রোমোসোম সংখ্যা - ২-৮০
প্রজাতি অনুসারে ক্রোমোসোমের দৈর্ঘ্য সাধারণত - ৩.৫-৩০ pm
প্রজাতি অনুসারে ক্রোমোসোমের ব্যাস ০.২ 2.0 pm
প্রাথমিকভাবে নিউক্লিয়োপ্রোটিন যৌগের সূত্রটি পুরু - ১১ nm
হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় DNA কে বলা হয়- নিউক্লিওসোম
অধিক কুণ্ডলিত ও নিষ্ক্রিয় DNA ধারণাকারী ক্রোমোটিন - হেটারোক্রোমাটিন
কম কুণ্ডলিত ও সক্রিয় DNA ধারকার ক্রোমাটিন - ইউক্রোমাটিন
ক্রোমাটিডকে 'ক্রোমোনেমাটা' নামে অভিহিত করেন - বিজ্ঞানী Vejdovsky
ক্রোমাটিডের অরঞ্জিত অঞ্চল - সেন্ট্রোমিয়ার
গোলাকার নিউক্লিয়াসের ব্যাস কত?
উ: ১ মাইক্রন (Sphaero শৈবাল ও Penicillium ছত্রাকে)
প্র. নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়োপ্লাজম, নিউক্লিয়োলাস ও ক্রোমাটিন তন্তু নিয়ে
গঠিত অঙ্গাণুটি কী?
উ: নিউক্লিয়াস
প্র. ক্রোমাটিন তন্তুকে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনে (২ ভাগে) ভাগ করেন
কে? উ: Heitz
প্র. নিউক্লিয়াসের বংশগত বৈশিষ্ট্যের কার্যকারিতা সম্পর্কে আলোকপাত করেন কোন
বিজ্ঞানী? উ: জে. হ্যামারলিং (১৯৫৩)
কোষের অবস্থা বিপাকীয় প্রকৃতি ও ক্রোমোসোমের সংখ্যার (n, 2n, 3n) ওপর
নির্ভরশীল কী? উ: কোষের আয়তন
প্র. সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের আকারের মধ্যকার সম্পর্ককে কী বলে?
উ: নিউক্লিওপ্লাজমিক ইনডেক্স ।
প্র. সর্বপ্রথম উদ্ভিদকোষের নিউক্লিয়াসে ক্রোমোসোম প্রত্যক্ষ করেন কে?
উ: Karl Nageli (1842)
প্র.ক্রোমোসোম বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে বর্ণনা করেন কে?
উ: Sutton ও Boveri (1902)
কোন উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোসোম আছে?
উ: Ophioglossum reticulatum 04 (1200 or 1216)
সর্বনিম্ন সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট পুস্পক
উ: Haplopappus gracilis (2n-4)
সর্বাধিক সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট পুি
উ: Poa liltarosa (2n-506-530)
★ ১১টি মধ্যকেন্দ্রিক, ৪টি উপমধ্য কেন্দ্রিক ও ২টি উপপ্রাপ্ত লেখিত কোলোরে
থাকে কোন উদ্ভিদে? : Typhonium trilobation
★ সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট অপুষ্পক উদ্ভি
উ: Mucor heimalis (2n - 2)
সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট প্রাণী?
উ: Myrmecia pilosula নামক আফ্রিকান পিঁপড়া (202), Ascari
megalocephala sub sp univalens নামক গোলকৃমি (2 = 2)
সর্বাপেক্ষা বৃহৎ ক্রোমোসোম কোনটি?
উঃ মেরুদণ্ডী প্রাণীর স্ত্রী জননকোষের ল্যাম্পরাশ ক্রোমোসোম এবং পতঙ্গের পরিচি
ক্রোমোসোম (2mm )
হিস্টোন অপসারিত করার পর ক্রোমোসোমে যে প্রোটিন কাঠামো অবশিষ্ট থাকে
তাকে কী বলে? উ: ক্রোমোসোম স্ক্যাফোল্ড
★ নিউক্লিয়াসবিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ও ফটোসিনমেটিক ব্যাকটেরিয়
প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে কী বলে? উ: এন্ডোসিমবায়োসিস
কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়? উঃ নিউক্লিয়াসকে।
প্রতি কোষে কতটি নিউক্লিয়াস থাকে? উ: ১টি ।
কোনটিতে ট্রান্সপোর্টার থাকে? - নিউক্লিয়ার এনভেলপে ।
কোন বিজ্ঞানী সর্বপ্রথম নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিওয়াস দেখতে পান
নিউক্লিওয়াস বহনকারী ক্রোমোসোমের নাম কী? উ: SAT কোমোসোম
প্র. নিউক্লিয়াসের ব্যাস কত? উ: 5-25 pm
ক্রোমোসোমে প্রোটিনের পরিমাণ কত? উ: ৫৫%।
কোন বিজ্ঞানী সর্বপ্রথম ক্রোমোসোম আবিষ্কার করেন? উ: স্টার্সবুর্গার
মানবদেহে ক্রোমোসোমের গড় দৈর্ঘ্য কত? উ: 86 pm
ভুট্টার ক্রোমোসোমের দৈর্ঘ্য কত? উ: ৮-১২ Jam |
Drosophila মাছির ক্রোমোসোমের দৈর্ঘ্য কত? উ: 3 micro-m
সর্বনিম্ন সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট প্রাণীর নাম কী? উ: গোলকৃমি (2n2) |
সর্বাধিক সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট প্রাণী নাম কী? উ: Poa litarosa (2n= 506-530)
★ প্রজাতিভেদে একটি কোষে কতটি ক্রোমোসোম থাকতে পারে? উ: ২-১৬০০
প্র. নিউক্লিয়ার ছিদ্র ও অ্যানুলাস মিলে গঠন করে উ: পোর কমপ্লেক্স।
প্র.প্রতি বর্গ মাইক্রোমিটারে নিউক্লিয়ার ছিদ্রের সংখ্যা কত? উ: 40-145 টি
নিউক্লিয়াসের ব্যাস কত? উ: 7-10 am 1
ক্রোমোসেন্টার দেখা যায় কোনটিতে? উ: ক্রোমাটিন তন্তুতে