নিউক্লিয়াসের তথ্যাবলি । About nucleous

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

Nucleous

নিউক্লিয়াস থাকে না- আদিকোষে, সিভকোষ, মানুষের RBC তে (পরিণত অবস্থায়)

নিউক্লিয়াস কোষের স্থান দখল করে ১০-১৫%

স্পার্ম বা শুক্রাণুতে নিউক্লিয়াস - ৯০%

দ্বিস্তরী ডাবল আবরণী বেষ্টিত অঙ্গাণু নিউক্লিয়াস।

নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস ৯ nm

নিউক্লিওপ্লাজমের অপর নাম- ক্যারিওলিক্ষ

নিউক্লিয়াসের নামকরণ করেন বোম্যান (১৮৪০)।

ক্রোমোসোমের যে স্থানে নিউক্লিয়াস লাগানো থাকে SAT বা স্যাটেলাইট

নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় ফুলজিন রং নেওয়া অংশকে বলে- ক্রোমাটিন

প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট।

সুচের মতো আকারের ক্যালসিয়াম অক্সালেটকে বলে র‍্যাফাইড


আঙুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে বলা হয়- সিস্টোলিখ

কোষে বহুসংখ্যা নিউক্লিয়াস দেখা যায় Opalina নামক আদ্যপ্রাণীর কোষে

বহুসংখ্যক নিউক্লিয়াস থাকে অস্থিকোষে উদ্ভিদের বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে বলে সিনোসাইট

প্রাণীর বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে বলে সিনসাইটিয়াম (Syncytium)

নিউক্লিয়ার রক্তের সংকোচন - প্রসারণ নিয়ন্ত্রণ করে - ৮টি গ্রানিউল

নিউক্লিয়ার রক্তের কেন্দ্রে থাকে বড় আকৃতির - ট্রান্সপোর্টার প্রোটিন।

নিউক্লিওপ্লাজমের অপর নাম - নিউক্লিওলাস (nuclear sap)

নিউক্লিওলাসের বর্ণনা দেন ওয়াগনার (1840)

নিউক্লিওলাস অনুপস্থিত - শ্বেতকণিকা,

শুক্রাণু বিভাজনোত্তর কোষে
নিউক্লিক এসিডের ভান্ডার হিসেবে কাজ করে - নিউক্লিক এসিড


নিউক্লিয়াসে পদার্থের আদান-প্রদান ঘটে - নিউক্লিওপ্লাজমিন এর সাহায্যে
নিউক্লিওপ্লাজমিন উপস্থিত থাকে - নিউক্লিও পর্দায়

নিউক্লিওলাসের বাইরের দিকের দানাদার অংশের নাম - পার্স অ্যামরফা

নিউক্লিওলাসের ভেতরের দিকের সূত্রকময় অংশের নাম - নিউক্লিওলোনিমা

নিউক্লিওলাসের কেন্দ্রীয় তরল অংশের নাম -
মাতৃকা

নিউক্লিওলাসের রাসায়নিক উপাদান - RNA, প্রোটিন ও DNA

ক্রোমোটিন তন্তুর দৃঢ়ভাবে অধিক প্যাচানো অংশ - হেটারোক্রোমাটিন

ক্রোমাটিনের কম কুণ্ডলিত অংশ - ইউক্রোমাটিন

ইউক্রোমাটিন অংশ বংশগত বৈশিষ্ট্যে সক্রিয়
'ক্রোমোসেন্টার' দেখা যায় ক্রোমাটিন তন্তুতে


নিউক্লিয়াস আবিষ্কার করেন - স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী Robert Brown

কোষের সবচেয়ে বড় অঙ্গাণু - নিউক্লিয়াস
নিউক্লিয়াসের ব্যাস - 7-10 pm

অধিক সাইটোপ্লাজমযুক্ত কোষে থাকে - বৃহদাকৃতির নিউক্লিয়াস

প্রতি বর্গ মাইক্রোমিটারে নিউক্লিয়ার ছিদ্রের সংখ্যা - 40-145টি

নিউক্লিয়ার ছিদ্রগুলো - অষ্টভূজাকৃতির
নিউক্লিয়ার ছিদ্রের ব্যাস 400-1000

নিউক্লিয়ার ছিদ্রের একটি থেকে অন্যটির দূরত্ব 1500A

প্রতিটি নিউক্লিয়ার ছিদ্র পরিবৃত্ত থাকে - বৃত্তাকার অ্যানুলাস দিয়ে

নিউক্লিয়ার ছিদ্র ও অ্যানুলাস মিলে গঠন করে পোর কমপ্লেক্স

আদিকোষ থাকে- Prochromosome (আদিক্রোমোসোম)

ক্রোমাটিন নামকরণ করেন Walter Flemming (1888)

বর্ণক্ষমতার জন্য 'ক্রোমোসোম' শব্দটি ব্যবহার করেন - Waldeyer

সর্বপ্রথম মানুষের ক্রোমোসোম সংখ্যা প্রকাশ করেন Theophilis Painter (1921)

উচ্চতর জীবকোষে প্রতি দেহকোষে ক্রোমোসোম সংখ্যা - ২-৮০

প্রজাতি অনুসারে ক্রোমোসোমের দৈর্ঘ্য সাধারণত - ৩.৫-৩০ pm

প্রজাতি অনুসারে ক্রোমোসোমের ব্যাস ০.২ 2.0 pm

প্রাথমিকভাবে নিউক্লিয়োপ্রোটিন যৌগের সূত্রটি পুরু - ১১ nm

হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় DNA কে বলা হয়- নিউক্লিওসোম

অধিক কুণ্ডলিত ও নিষ্ক্রিয় DNA ধারণাকারী ক্রোমোটিন - হেটারোক্রোমাটিন

কম কুণ্ডলিত ও সক্রিয় DNA ধারকার ক্রোমাটিন - ইউক্রোমাটিন

ক্রোমাটিডকে 'ক্রোমোনেমাটা' নামে অভিহিত করেন - বিজ্ঞানী Vejdovsky

ক্রোমাটিডের অরঞ্জিত অঞ্চল - সেন্ট্রোমিয়ার


গোলাকার নিউক্লিয়াসের ব্যাস কত?
উ: ১ মাইক্রন (Sphaero শৈবাল ও Penicillium ছত্রাকে)

প্র. নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়োপ্লাজম, নিউক্লিয়োলাস ও ক্রোমাটিন তন্তু নিয়ে
গঠিত অঙ্গাণুটি কী?

উ: নিউক্লিয়াস

প্র. ক্রোমাটিন তন্তুকে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনে (২ ভাগে) ভাগ করেন
কে? উ: Heitz

প্র. নিউক্লিয়াসের বংশগত বৈশিষ্ট্যের কার্যকারিতা সম্পর্কে আলোকপাত করেন কোন
বিজ্ঞানী? উ: জে. হ্যামারলিং (১৯৫৩)

কোষের অবস্থা বিপাকীয় প্রকৃতি ও ক্রোমোসোমের সংখ্যার (n, 2n, 3n) ওপর
নির্ভরশীল কী? উ: কোষের আয়তন

প্র. সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের আকারের মধ্যকার সম্পর্ককে কী বলে?
উ: নিউক্লিওপ্লাজমিক ইনডেক্স ।

প্র. সর্বপ্রথম উদ্ভিদকোষের নিউক্লিয়াসে ক্রোমোসোম প্রত্যক্ষ করেন কে?
উ: Karl Nageli (1842)

প্র.ক্রোমোসোম বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে বর্ণনা করেন কে?
উ: Sutton ও Boveri (1902)

কোন উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোসোম আছে?

উ: Ophioglossum reticulatum 04 (1200 or 1216)

সর্বনিম্ন সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট পুস্পক
উ: Haplopappus gracilis (2n-4)

সর্বাধিক সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট পুি
উ: Poa liltarosa (2n-506-530)

★ ১১টি মধ্যকেন্দ্রিক, ৪টি উপমধ্য কেন্দ্রিক ও ২টি উপপ্রাপ্ত লেখিত কোলোরে
থাকে কোন উদ্ভিদে? : Typhonium trilobation

★ সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট অপুষ্পক উদ্ভি
উ: Mucor heimalis (2n - 2)

সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট প্রাণী?
উ: Myrmecia pilosula নামক আফ্রিকান পিঁপড়া (202), Ascari
megalocephala sub sp univalens নামক গোলকৃমি (2 = 2)

সর্বাপেক্ষা বৃহৎ ক্রোমোসোম কোনটি?

উঃ মেরুদণ্ডী প্রাণীর স্ত্রী জননকোষের ল্যাম্পরাশ ক্রোমোসোম এবং পতঙ্গের পরিচি
ক্রোমোসোম (2mm )

হিস্টোন অপসারিত করার পর ক্রোমোসোমে যে প্রোটিন কাঠামো অবশিষ্ট থাকে
তাকে কী বলে? উ: ক্রোমোসোম স্ক্যাফোল্ড

★ নিউক্লিয়াসবিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ও ফটোসিনমেটিক ব্যাকটেরিয়
প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে কী বলে? উ: এন্ডোসিমবায়োসিস

কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়? উঃ নিউক্লিয়াসকে।

প্রতি কোষে কতটি নিউক্লিয়াস থাকে? উ: ১টি ।

কোনটিতে ট্রান্সপোর্টার থাকে? - নিউক্লিয়ার এনভেলপে ।

কোন বিজ্ঞানী সর্বপ্রথম নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিওয়াস দেখতে পান
নিউক্লিওয়াস বহনকারী ক্রোমোসোমের নাম কী? উ: SAT কোমোসোম

প্র. নিউক্লিয়াসের ব্যাস কত? উ: 5-25 pm

ক্রোমোসোমে প্রোটিনের পরিমাণ কত? উ: ৫৫%।

কোন বিজ্ঞানী সর্বপ্রথম ক্রোমোসোম আবিষ্কার করেন? উ: স্টার্সবুর্গার

মানবদেহে ক্রোমোসোমের গড় দৈর্ঘ্য কত? উ: 86 pm

ভুট্টার ক্রোমোসোমের দৈর্ঘ্য কত? উ: ৮-১২ Jam |

Drosophila মাছির ক্রোমোসোমের দৈর্ঘ্য কত? উ: 3 micro-m

সর্বনিম্ন সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট প্রাণীর নাম কী? উ: গোলকৃমি (2n2) |

সর্বাধিক সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট প্রাণী নাম কী? উ: Poa litarosa (2n= 506-530)

★ প্রজাতিভেদে একটি কোষে কতটি ক্রোমোসোম থাকতে পারে? উ: ২-১৬০০

প্র. নিউক্লিয়ার ছিদ্র ও অ্যানুলাস মিলে গঠন করে উ: পোর কমপ্লেক্স।

প্র.প্রতি বর্গ মাইক্রোমিটারে নিউক্লিয়ার ছিদ্রের সংখ্যা কত? উ: 40-145 টি

নিউক্লিয়াসের ব্যাস কত? উ: 7-10 am 1
ক্রোমোসেন্টার দেখা যায় কোনটিতে? উ: ক্রোমাটিন তন্তুতে

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.