ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃওি । Ibn Sina Trust Scholarship

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃওি ২০২৪ প্রকাশিত হয়েছে। এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে হলে নিচের থাকা লাগবে।

Schoolarship

Apply now
★ কারা শিক্ষাবৃত্তির জন্য আবেদনের যোগ্যঃ

১. আবেদনকারী অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যালয়ের/মাদ্রাসা/সরকারী মেডিকেল কলেজ/সরকারী মেডিকেল টেকনোলজি কোর্সে ২০২২-২৩ সেশন এ স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থী ও পারিবারিকভাবে অসচ্ছল হবেন।

২. এসএসসি/দাখিল অথবা এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ ৫ প্রাপ্ত হতে হবে।

কারা আবেদন করতে পারবেন নাঃ

Related Posts
১. সমাজ/শিক্ষা প্রতিষ্ঠান অথবা দেশের আইন বিরোধী অথবা যে কোন প্রকার অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত শিক্ষার্থী।

২. আর্থিকভাবে সচ্ছল অথবা অন্য কোন সংস্থা/ প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহণকারী (সরকারী/ বোর্ড বৃত্তি ব্যতীত) শিক্ষার্থী।

আবেদনের ২টি ধাপঃ

১. ইবনে সিনা শিক্ষাবৃত্তির জন্য আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীকে প্রথমে Online এ আবেদন করতে হবে।

২. Online-এর মাধ্যমে Submit করার Form এর PDF কপি প্রিন্ট করে ফরমে স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ স্ট্যাপলিং করে একটি বড় খামে নিম্নে প্রদত্ত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার-এ প্রেরণ করতে হবে। PDF ফরমটি সকল ডকুমেন্টের উপরে রাখতে হবে।

Online Form পূরণের নিয়মাবলীঃ

১. Online Form পূরণ করার ক্ষেত্রে জটিলতা এড়াতে মোবাইলের পরিবর্তে কম্পিউটারকে অগ্রাধিকার দিন।


* স্টার চিহ্নিত স্থান গুলো অবশ্যই পূরণ করতে হবে।

৩. ছবি আপলোডের জন্য ছবির রেজ্যুলেশন ৩০ কিলোবাইটের কম হতে হবে। ঝাপসা ছবি, সেলফি বা ক্যাজুয়াল ছবি গ্রহণ করা হবে না।

8. Form Submit করার আগে ভালোভাবে সকল তথ্য যাচাই করে সাবমিট করতে হবে, সাবমিট করার পর এডিট করার সুযোগ নেই।

৫. একজন আবেদনকারী কেবলমাত্র একটিই আবেদন করতে পারবেন। অসম্পূর্ন বা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন গ্রহণযোগ্য নয়।

৬. আবেদনকারীর সকল তথ্য গোপন রাখা হবে।

৭. বৃত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ইবনে সিনা ট্রাস্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে:

১. এইচএসসি/আলিম/সমমান পরীক্ষা থেকে বিগত সকল পরীক্ষার ফলাফল ও নম্বর পত্রের সত্যায়িত কপি।

২. বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠানের মূল প্যাডে)।

৩. বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি।

৪. পিতা বা অভিভাবকের আয়ের বিবরণ স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র।

৫. আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র।

৬. পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৭. আবেদনকারী ইয়াতিম হলে চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন পত্র। ৮. আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়ন পত্র ও পরিচয় পত্রের কপি।

৯. মুক্তিযোদ্ধার সন্তান-সন্ততির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি।

১০. নবায়নের জন্য আবেদনকারীকে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র এবং সর্বশেষ প্রাপ্ত রেজাল্টের কপি পাঠাতে হবে। ১১. নতুন আবেদনকারীকে খামের উপর "ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি" এবং নবায়নের ক্ষেত্রে "শিক্ষাবৃত্তি নবায়ন" লেখা বাঞ্ছনীয়।

১২. নতুন আবেদনকারীকে আপনার কেন এই শিক্ষা বৃত্তি প্রয়োজন, তার যথার্থতা একটি সাদা কাগজে স্বহস্তে লিখে অন্যান্য কাগজপত্রাদির

সাথে পাঠাতে হবে (অনুর্ধ ১৫০ শব্দের মধ্যে)।

★  অনলাইন আবেদনের শেষ তারিখ: 

২৫-০৫-২০২৪ বিকাল ৫টা।

★ ডাকযোগে/কুরিয়ারে কাগজপত্রাদি পাঠানোর শেষ তারিখ: ৩১-০৫-২০২৪ বিকাল ৫টা।

আবেদন পাঠানোর ঠিকানাঃ

ওয়েলফেয়ার বিভাগ

ইবনে সিনা ট্রাস্ট

বাড়ি # ৪৮, রোড # ৯/এ

সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯।

ফোন: ৪৮১১৫২৭০-২, ৯১০১৯৫০-২

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.