স্বাগতম
সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি কর্মসূচি
ইসলামের তৃতীয় মৌলিক স্তম্ভ যাকাত-এর অর্থে অসচ্ছল, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচি।
কারা এই বৃত্তির জন্য আবেদন করার যোগ্য
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাতের অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ২০১০ সাল থেকে জিনিয়াস বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ বছর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল
কলেজসমূহের ২০২২-২০২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না তাদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
Related Posts
গুরুত্বপূর্ণ নির্দেশনা
১. জিনিয়াস বৃত্তির সম্পূর্ণ আবেদনফর্ম অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে
২. বৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণকরা হবে। বৃত্তির আবেদন করার জন্য http://scholarship.czm- bd.org/ ওয়েবসাইটে গিয়ে যথাযথ তথ্য ও কাগজপত্রের জমাদানের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া যাচ্ছে
৩. আবেদন করার পূর্বে সকল তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঘরে বসে নিজ অথবা পরিচিত ব্যক্তির মোবাইল অথবা কম্পিউটার থেকে সতর্কতার সহিত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে বিশেষভাবে পরামর্শ দেয়া হলো
৪. আবেদন করার পূর্বে অবশ্যই নিজের
পাসপোর্টসাইজ ছবি, প্রথমবর্ষের ভর্তির পে-ইন-স্লীপ অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ, এসএসসি (SSC) ট্রান্সক্রিপ্ট, এইচএসসি (HSC) ট্রান্সক্রিপ্ট, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র এর স্ক্যানকরে অথবা পরিষ্কার ছবি তুলে যে মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করা হবে তাতে সংরক্ষণ করতে হবে। তবে প্রতিটি ফাইলের সাইজ ১০০ কিলোবাইটের কম হতে হবে এবং কোন প্রকার ঝাপসা ছবি, সেলফি বা ক্যাজুয়াল ছবি গ্রহণ করা হবে না
৫. ভুল তথ্য প্রদানকারী কিংবা অন্য কোনো বৃত্তি গ্রহণকারী (সরকারি/বোর্ড বৃত্তি ব্যতীত) এই বৃত্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন
৬. আর্থিকভাবে সচ্ছল কিংবা অন্য কোনো সংস্থা / প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহণকারী (সরকারি/বোের্ড বৃত্তি ব্যতীত) শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
৭. অসম্পূর্ণ, মিথ্যা বা ভুল তথ্য-সম্বলিত আবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না
৮. বৃত্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে সিজেডএম কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
৯. সিজেডএম-এর জিনিয়াস বৃত্তির আবেদন প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেন নেই। তাই কর্তৃপক্ষের নির্ধারিত মোবাইল নম্বর ও ল্যান্ড ফোন নম্বর ব্যতীত অন্য কোনো নম্বর হতে প্রেরিত এসএমএস/যোগাযোেগ দ্বারা প্রতারিত না হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হলো।
১০. জিনিয়াস বৃত্তির আবেদন ফর্মে সরবরাহকৃত যাবতীয় তথ্য ও ছবির সংবেদনশীলতার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবহারকারীই দায়ী হবেন
১১. আবেদনপত্র সিজেডএম কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর পর তা মূল্যায়নের সাপেক্ষে সিজেডএম কর্তৃক এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
কারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না
১. যাকাতের অর্থ গ্রহন করার মতো উপযোগী নয় অথবা যাকাতের অর্থ নেওয়ার ব্যাপারে পরিবারের অসম্মতি আছে এমন পরিবারের সন্তান
২. রেজিস্ট্রেশন ফর্মে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠান ও বিভাগ সমূহ ব্যতীত অন্য ছাত্র-ছাত্রী
৩. ২০২২-২০২৩ একাডেমিক সেশনের পূর্বের অথবা পরের সেশনে ভর্তিকৃত ছাত্র-ছাত্রী
৪. কোন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেননা
৫. সমাজ / শিক্ষা প্রতিষ্ঠানের অথবা দেশের আইন বিরোধী অথবা যেকোন প্রকার অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছাত্র-ছাত্রী।
যে সকল কারণে বৃত্তির আবেদনপত্র বাতিল হতে পারে
১. মিথ্যা/অসম্পূর্ণ অথবা মনগড়া তথ্য প্রদান করলে আপনার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হতে পারে
২. আপনার পরিবারের খানা সদস্যদের অপূর্ণাঙ্গ/মিথ্যা/ মনগড়া তথ্য প্রদান করলে
৩. পরিবারের সম্পদ ও আয়ের অপূর্ণাঙ্গ/মিথ্যা/মনগড়া তথ্য প্রদান করলে
৪. একই আবদেনকারী একের অধিক আবেদন করলে
৫. প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো প্রদান না করতে পারলে অথবা জালিয়াতি করলে
৬. দেশ বিরোধী কোন কাজ অথবাকোন প্রকার অনৈতিক কাজের সাথে জড়িত থাকলে
৭. কোন প্রকার ছল-চাতুরী, তদবীর ও প্রতারণার আশ্রয় নিলে
৮. আবেদনপত্রে কোন প্রকার অসঙ্গতি পরিলক্ষিত হলে
৯. নিজের অনুপস্থিতিতে অন্য কারোর মাধ্যমে আবেদন করলে
১০. কারো প্ররোচনায় মিথ্যা তথ্য/ মনগড়া তথ্য প্রদান করলে