জয়কালি পদার্থ বিচিত্রা বই খুজছেন তাহলে ঠিক জায়গাতেই এসেছেন। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এই বইয়ের ব্যাপক সুনাম রয়েছে। HSC লেভেলের শিক্ষার্থীদের জন্য এই বই অনেক ব্যাবহার হয়ে আসছে।
এই বইয়ে অনেক সমাধান আছে যেগুলো নিয়মিত Practiceকরলে ম্যাথে দুর্বলতা কেটে যাবে সকল পরীক্ষা ও বোর্ড পরীক্ষা সব কিছুতে এই বই থেকে কমন পড়ে যার ফলে এটি শিক্ষার্থীদের একটি প্রিয় বই হয়ে দাড়িয়েছে।
বুয়েট ভর্তি পরীক্ষা থকে শুরু করে সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোতে এই বই থেকে কমন পড়ে। যদি কোন শিক্ষার্থী এই বইয়ের প্রশ্ন গুলো ভালোভাবে Practice করে তহলে ইনশাআল্লাহ সে ম্যাথে অনেক ভালো করবে।
তবে আপনি শুধু জয়কলি নয় আরো অনেক বই আছে যেগুলো ভালো ভাবে আয়ও করতে হবে। তাহলে ভর্তি পরীক্ষা সহ নানা ধরনের প্রতিযোগিতামুলক পরীক্ষায় কমন আসে। তাই তোমরা বোর্ড বই ভালোভাবে আয়ও করে। এই বই সমাধান করবে।
For more books :