মাইটোকন্ড্রিয়া ও সাইটোপ্লাজমের তথ্যাবলি । Mitocondria-cytoplasm

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated




★ মাইটোকন্ড্রিয়ার আবরণী ঝিপ্তি - দ্বিস্তরবিশিষ্ট

★ মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন - কলিকার (১৮৮৫০)

★ কোষে সুভাকৃতির মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করেন - W. Flemaning (1882)

★ মাইটোকন্ড্রিয়াকে চৌঃ নামকরণ করেন W. Flemming (1882)

★ মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট নাম দেন - Altman (1890)

★ মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কার্ল বেন্ডা

★ কোষ আয়তনের ২০ ভাগ হলো মাইটোকন্ড্রিয়া

★ যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়ায় সংখ্যা ১০০০-১৬০০

★ বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস ০২- ২.০ মাইক্রন

★ সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য ৪০ ৭০ মাইক্রন

★ দত্তাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য। ৯ মাইক্রন (গ্রন্থ- ০.৫. মাইক্রন)

★ মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন দুটি গঠিত লিপোপ্রোটিন বাইলেয়ার দিয়ে

★ ক্রিস্টির মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলে অন্তঃক্রিস্টি

★ ফাঁকা স্থান মাইটোকন্ড্রিয়ায় অন্তঃআবরণীর অন্তগাত্রে লেগে থাকা সুদ্ধ দানা অক্সিসোম

★ ক্রিস্টির স্থানে স্থানে অবস্থিত গোলাকায় বস্তু ATP synthases

★ নিজস্ব বৃত্তাকার DNA রয়েছে মাইটোকন্ড্রিয়ায়

★ মাইটোকন্ড্রিয়ার শুদ্ধ ওজনে প্রোটিনের পরিমাণ ৬৫% (প্লিসারাইড -২৯%)

★ মাইটোকন্ড্রিয়ায় লিপিডের মধ্যে ফসফোলিপিডের পরিমাণ ৯০%

★ ভিটামিন থাকে মাইটোকন্ড্রিয়ায়

★ মাইটোকন্ড্রিয়ায় এনজাইম ও কো-এনজাইম থাকে ১০০ প্রকারের

★ ইউক্যারিয়টিক কোষে বিদ্যমান এন্ডোসিমবায়োন্ট ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া

★ শক্তি উৎপাদনের কাজটি সংঘটিত হয় ক্রিস্টিতে

★ পতঙ্গের পেশিকোষে মাইটোকন্ড্রিয়া অবিষ্কার করেন- Kolliker

★ মাইটোকন্ড্রিয়াকে বলা হয় অর্ধ-স্বনির্ভর অঙ্গাণু

★ পেশিকোষের মাইটোকন্ড্রিয়াগুলোকে বলা হয় সারকোসোম

★ মাইটোকন্ড্রিয়া থাকে না- প্রোক্যারিওটিক কোষে।

★ অবাত শ্বসনকারী কোয়ে/ পরিণত RBC তে

★ উন্নত উদ্ভিদকোষে মাইটোকন্ড্রিয়া থাকে ১০০ ৩০০০

★ বুক কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ৩০০

★ মানুষের শুক্রাণুতে মাইটোকন্ড্রিয়া থাকে ২০টি

★ উভচর ডিম্বাণুতে মাইটোকন্ড্রিয়া থাকে ৩ লক্ষ (প্রায়)

★ অ্যামিবার কোষে মাইটোকন্ড্রিয়া থাকে ৫ লক্ষ।

★ বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস 0.2-20 µm

★ দত্তাকার মাইটোকন্ড্রিয়নের দৈর্ঘ্য 90 µm

★ মাইটোকন্ড্রিয়ার বহিপর্দায় থাকে পোরিন (পরিবাহক প্রোটিন)

★ পারসনের অধঃএকক থাকে মাইটোকন্ড্রিয়ার আবরণীর বহিপর্দায়

★ পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে দেখা যায় কো-এনজাইম

★ H-ফেস মাইটোকন্ড্রিয়ার পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের দিকের প্রান্তকে বলে

★ ক্রিস্টির মাঝের অপ্রশস্ত অঞ্চলকে বলে- আন্তঃক্রিস্টাল স্থান বা স্পেস

★ মাইটোকন্ড্রিয়ার অন্তঃগাত্র বা ধাত্র এর দিকের প্রান্তকে বলে- H-ফেস।

★ মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টি সংলগ্ন টেনিসব্যাটের মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানাকে বলে- অক্সিসোম

★ অক্সিসোমের অপর নাম F1 দানা/ ফারনানডেজ-মোরান অধঃ একক

★ প্রতিটি অক্সিসোমের মস্তকের ব্যাস 75-100A

★ প্রতিটি অক্সিসোমের বৃন্তের ব্যাস 35-40A (দৈর্ঘ্য-50A)

★ প্রতিটি অক্সিজোমের ভিত্তির ব্যাস 45A (ভিত্তির দৈর্ঘ্য-50A)

★ মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায় 705 রাইবোসোম

★ প্রাণিকোষে 95% ATP সংশ্লেষণ ঘটে মাইটোকন্ড্রিয়ায় (সাইটোপ্লাজমে 5%)

★ কোষীয় DNA এর 1% হলো মাইটোকন্ড্রিয়াল DNA

★ সমগ্র কোষ আয়তনে মাইটোকন্ড্রিয়া বিদ্যমান-20%

★Microsterias শৈবালের কোষে মাইটোকন্ড্রিয়া থাকে ১ টি

★ পাখির উড্ডয়ন পেশিস্থ মাইটোকন্ড্রিয়াকে বলে সার্কোসোম।

★মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 1.5-10 µm (গ্রন্থ 0.5-1µm)

★ মাইটোকন্ড্রিয়ার প্রোটিন লিপিড নির্মিত একক পর্দা দুটির পুরুত্ব-60-75 A

★ মাইটোকন্ড্রিয়ার দুই পর্দার মধ্যবর্তী প্রকোষ্ঠের ব্যবধান -6- 8nm

★ মাইটোকন্ড্রিয়ার ধাত্রে প্রথম DNA অণুর অস্তিত্ব প্রমাণ কারণ - S. Nass ও Margit


প্র. মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা ও অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানকে কী বলে?

উ: পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস।

এ. মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টি সংলগ্ন টেনিসব্যাটের মতো ক্ষুদ্র দানাকে কী বলে?

উঃ অক্সিসোম।

প্র. কোন অঙ্গাণুতে মনোঅ্যামিন অক্সিডেজ, অ্যাডিনাইলেট কাইনেজ ও ফিউমারেজ এনজাইম থাকে?

উ: মাইটোকন্ড্রিয়ায়।

প্র. অটিজম, হার্ট ফেউলিউর ও কার্ডিয়াক ডিসফাংশনের সাথে সংশ্লিষ্টতা রয়েছে কোন কোষীয় অঙ্গাণুর?

উঃ মাইটোকন্ড্রিয়া।

প্র. প্রাণিকোষের ক্ষেত্রে অজীবীয় বস্তুকে (ভ্যাকুওল, তৈলবিন্দু) কী বলে?

উ: মেটাপ্লাস্টিক বডিস।

প্র. কোন ধরনের কোষে ফ্যাগোসাইটিক ভেসিকল দেখা যায়?

উঃ শ্বেত রক্তকণিকা

প্র. কোন ধরনের কোষে টাইট জাংশন দেখা যায়?

উ: মস্তিষ্কের নিউরনে

প্র. সাইটোপ্লাজমের কোষীয় অঙ্গাণু ব্যতীত অংশকে কী বলে?

উ: ম্যাট্রিক্স বা হায়ালোপ্লাজম

প্র. কোষের সাইটোপ্লাজমে কার্বোহাইড্রেটের পরিমাণ কত?

উ: 1-1.5%

প্র. কোষের সাইটোপ্লাজমে লিপিডের পরিমাণ কত?

উ: 1-3%

প্র. কোষের সাইটোপ্লাজমে প্রোটিনের পরিমাণ কত?

উ: 7-10%

প্র. সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করেন কে?

উ: Kolliker

প্র. মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কে?

উ: Benda

প্র. কোষ আয়তনের কত শতাংশ মাইটোকন্ড্রিয়া?

উ: প্রায় 20%

প্র. প্রতি কোষে মাইটোকন্ড্রিয়া গড় সংখ্যা কত?

উ: 200-300

প্র. কোষীয় শাসনের ক্রেবস চক্র সংঘটিত হয় কোথায়?

উ: মাইটোকন্ড্রিয়ায়

প্র. মাইটোকন্ড্রিয়ার কোন অংশে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের উপাদান সজ্জিত থাকে?

উঃ ক্রিস্টিতে

প্র. প্রকৃতকোষের কোন কোন অঙ্গাণুকে এন্ডোসিমবায়োন্ট হিসেবে গণ্য করা হয়?

উ: ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া

প্র. সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত?

উ: ৬৫-৯৬%।

প্র. কোন কোষ অঙ্গাণুতে গ্লাইকোলাইসিস সংঘটিত হয়?

উঃ সাইটোপ্লাজমে।

প্র. সাইটোপ্লাজমীয় মাতৃকার অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে কী বলে? উ: এন্ডোপ্লাজম। প্র. সাইটোপ্লাজমে কতটি জৈব ও অজৈব পদার্থ বিদ্যমান?

উ: ৩৬টি।

প্র. কোনটি অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে?

উ: সাইটোপ্লাজম।

প্র. সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ কোনটি?

উ: মাতৃকা।

প্র. কোন বিজ্ঞানী সর্বপ্রথম সাইটোসল শব্দটি ব্যবহার করেন?

উ: H.A. Lardly

প্র. প্রাণিকোষে গড়ে কতটি মাইটোকন্ড্রিয়া থাকে?

উ: ৩০০-৪০০ টি।

প্র. মাইটোকন্ড্রিয়ায় RNA এর পরিমাণ কত? উঃ 0.5%। প্র. কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন?

উ: কার্ল বেন্ডা।

প্র. মাইটোকন্ড্রিয়ার কোথায় শক্তি উৎপাদনের কাজটি সংঘটিত হয়?

উ: ক্রিস্টিতে।

প্র. কোনটি সেল ইনক্লুসনগুলোকে ধারণ করে?

উ: সাইটোপ্লাজম।



Getting Info...

إرسال تعليق

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.