★ মাইটোকন্ড্রিয়ার আবরণী ঝিপ্তি - দ্বিস্তরবিশিষ্ট
★ মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন - কলিকার (১৮৮৫০)
★ কোষে সুভাকৃতির মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করেন - W. Flemaning (1882)
★ মাইটোকন্ড্রিয়াকে চৌঃ নামকরণ করেন W. Flemming (1882)
★ মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট নাম দেন - Altman (1890)
★ মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কার্ল বেন্ডা
★ কোষ আয়তনের ২০ ভাগ হলো মাইটোকন্ড্রিয়া
★ যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়ায় সংখ্যা ১০০০-১৬০০
★ বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস ০২- ২.০ মাইক্রন
★ সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য ৪০ ৭০ মাইক্রন
★ দত্তাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য। ৯ মাইক্রন (গ্রন্থ- ০.৫. মাইক্রন)
★ মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন দুটি গঠিত লিপোপ্রোটিন বাইলেয়ার দিয়ে
★ ক্রিস্টির মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলে অন্তঃক্রিস্টি
★ ফাঁকা স্থান মাইটোকন্ড্রিয়ায় অন্তঃআবরণীর অন্তগাত্রে লেগে থাকা সুদ্ধ দানা অক্সিসোম
★ ক্রিস্টির স্থানে স্থানে অবস্থিত গোলাকায় বস্তু ATP synthases
★ নিজস্ব বৃত্তাকার DNA রয়েছে মাইটোকন্ড্রিয়ায়
★ মাইটোকন্ড্রিয়ার শুদ্ধ ওজনে প্রোটিনের পরিমাণ ৬৫% (প্লিসারাইড -২৯%)
★ মাইটোকন্ড্রিয়ায় লিপিডের মধ্যে ফসফোলিপিডের পরিমাণ ৯০%
★ ভিটামিন থাকে মাইটোকন্ড্রিয়ায়
★ মাইটোকন্ড্রিয়ায় এনজাইম ও কো-এনজাইম থাকে ১০০ প্রকারের
★ ইউক্যারিয়টিক কোষে বিদ্যমান এন্ডোসিমবায়োন্ট ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া
★ শক্তি উৎপাদনের কাজটি সংঘটিত হয় ক্রিস্টিতে
★ পতঙ্গের পেশিকোষে মাইটোকন্ড্রিয়া অবিষ্কার করেন- Kolliker
★ মাইটোকন্ড্রিয়াকে বলা হয় অর্ধ-স্বনির্ভর অঙ্গাণু
★ পেশিকোষের মাইটোকন্ড্রিয়াগুলোকে বলা হয় সারকোসোম
★ মাইটোকন্ড্রিয়া থাকে না- প্রোক্যারিওটিক কোষে।
★ অবাত শ্বসনকারী কোয়ে/ পরিণত RBC তে
★ উন্নত উদ্ভিদকোষে মাইটোকন্ড্রিয়া থাকে ১০০ ৩০০০
★ বুক কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ৩০০
★ মানুষের শুক্রাণুতে মাইটোকন্ড্রিয়া থাকে ২০টি
★ উভচর ডিম্বাণুতে মাইটোকন্ড্রিয়া থাকে ৩ লক্ষ (প্রায়)
★ অ্যামিবার কোষে মাইটোকন্ড্রিয়া থাকে ৫ লক্ষ।
★ বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস 0.2-20 µm
★ দত্তাকার মাইটোকন্ড্রিয়নের দৈর্ঘ্য 90 µm
★ মাইটোকন্ড্রিয়ার বহিপর্দায় থাকে পোরিন (পরিবাহক প্রোটিন)
★ পারসনের অধঃএকক থাকে মাইটোকন্ড্রিয়ার আবরণীর বহিপর্দায়
★ পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে দেখা যায় কো-এনজাইম
★ H-ফেস মাইটোকন্ড্রিয়ার পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের দিকের প্রান্তকে বলে
★ ক্রিস্টির মাঝের অপ্রশস্ত অঞ্চলকে বলে- আন্তঃক্রিস্টাল স্থান বা স্পেস
★ মাইটোকন্ড্রিয়ার অন্তঃগাত্র বা ধাত্র এর দিকের প্রান্তকে বলে- H-ফেস।
★ মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টি সংলগ্ন টেনিসব্যাটের মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানাকে বলে- অক্সিসোম
★ অক্সিসোমের অপর নাম F1 দানা/ ফারনানডেজ-মোরান অধঃ একক
★ প্রতিটি অক্সিসোমের মস্তকের ব্যাস 75-100A
★ প্রতিটি অক্সিসোমের বৃন্তের ব্যাস 35-40A (দৈর্ঘ্য-50A)
★ প্রতিটি অক্সিজোমের ভিত্তির ব্যাস 45A (ভিত্তির দৈর্ঘ্য-50A)
★ মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায় 705 রাইবোসোম
★ প্রাণিকোষে 95% ATP সংশ্লেষণ ঘটে মাইটোকন্ড্রিয়ায় (সাইটোপ্লাজমে 5%)
★ কোষীয় DNA এর 1% হলো মাইটোকন্ড্রিয়াল DNA
★ সমগ্র কোষ আয়তনে মাইটোকন্ড্রিয়া বিদ্যমান-20%
★Microsterias শৈবালের কোষে মাইটোকন্ড্রিয়া থাকে ১ টি
★ পাখির উড্ডয়ন পেশিস্থ মাইটোকন্ড্রিয়াকে বলে সার্কোসোম।
★মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 1.5-10 µm (গ্রন্থ 0.5-1µm)
★ মাইটোকন্ড্রিয়ার প্রোটিন লিপিড নির্মিত একক পর্দা দুটির পুরুত্ব-60-75 A
★ মাইটোকন্ড্রিয়ার দুই পর্দার মধ্যবর্তী প্রকোষ্ঠের ব্যবধান -6- 8nm
★ মাইটোকন্ড্রিয়ার ধাত্রে প্রথম DNA অণুর অস্তিত্ব প্রমাণ কারণ - S. Nass ও Margit
প্র. মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা ও অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানকে কী বলে?
উ: পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস।
এ. মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টি সংলগ্ন টেনিসব্যাটের মতো ক্ষুদ্র দানাকে কী বলে?
উঃ অক্সিসোম।
প্র. কোন অঙ্গাণুতে মনোঅ্যামিন অক্সিডেজ, অ্যাডিনাইলেট কাইনেজ ও ফিউমারেজ এনজাইম থাকে?
উ: মাইটোকন্ড্রিয়ায়।
প্র. অটিজম, হার্ট ফেউলিউর ও কার্ডিয়াক ডিসফাংশনের সাথে সংশ্লিষ্টতা রয়েছে কোন কোষীয় অঙ্গাণুর?
উঃ মাইটোকন্ড্রিয়া।
প্র. প্রাণিকোষের ক্ষেত্রে অজীবীয় বস্তুকে (ভ্যাকুওল, তৈলবিন্দু) কী বলে?
উ: মেটাপ্লাস্টিক বডিস।
প্র. কোন ধরনের কোষে ফ্যাগোসাইটিক ভেসিকল দেখা যায়?
উঃ শ্বেত রক্তকণিকা
প্র. কোন ধরনের কোষে টাইট জাংশন দেখা যায়?
উ: মস্তিষ্কের নিউরনে
প্র. সাইটোপ্লাজমের কোষীয় অঙ্গাণু ব্যতীত অংশকে কী বলে?
উ: ম্যাট্রিক্স বা হায়ালোপ্লাজম
প্র. কোষের সাইটোপ্লাজমে কার্বোহাইড্রেটের পরিমাণ কত?
উ: 1-1.5%
প্র. কোষের সাইটোপ্লাজমে লিপিডের পরিমাণ কত?
উ: 1-3%
প্র. কোষের সাইটোপ্লাজমে প্রোটিনের পরিমাণ কত?
উ: 7-10%
প্র. সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করেন কে?
উ: Kolliker
প্র. মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কে?
উ: Benda
প্র. কোষ আয়তনের কত শতাংশ মাইটোকন্ড্রিয়া?
উ: প্রায় 20%
প্র. প্রতি কোষে মাইটোকন্ড্রিয়া গড় সংখ্যা কত?
উ: 200-300
প্র. কোষীয় শাসনের ক্রেবস চক্র সংঘটিত হয় কোথায়?
উ: মাইটোকন্ড্রিয়ায়
প্র. মাইটোকন্ড্রিয়ার কোন অংশে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের উপাদান সজ্জিত থাকে?
উঃ ক্রিস্টিতে
প্র. প্রকৃতকোষের কোন কোন অঙ্গাণুকে এন্ডোসিমবায়োন্ট হিসেবে গণ্য করা হয়?
উ: ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া
প্র. সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত?
উ: ৬৫-৯৬%।
প্র. কোন কোষ অঙ্গাণুতে গ্লাইকোলাইসিস সংঘটিত হয়?
উঃ সাইটোপ্লাজমে।
প্র. সাইটোপ্লাজমীয় মাতৃকার অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে কী বলে? উ: এন্ডোপ্লাজম। প্র. সাইটোপ্লাজমে কতটি জৈব ও অজৈব পদার্থ বিদ্যমান?
উ: ৩৬টি।
প্র. কোনটি অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে?
উ: সাইটোপ্লাজম।
প্র. সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ কোনটি?
উ: মাতৃকা।
প্র. কোন বিজ্ঞানী সর্বপ্রথম সাইটোসল শব্দটি ব্যবহার করেন?
উ: H.A. Lardly
প্র. প্রাণিকোষে গড়ে কতটি মাইটোকন্ড্রিয়া থাকে?
উ: ৩০০-৪০০ টি।
প্র. মাইটোকন্ড্রিয়ায় RNA এর পরিমাণ কত? উঃ 0.5%। প্র. কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন?
উ: কার্ল বেন্ডা।
প্র. মাইটোকন্ড্রিয়ার কোথায় শক্তি উৎপাদনের কাজটি সংঘটিত হয়?
উ: ক্রিস্টিতে।
প্র. কোনটি সেল ইনক্লুসনগুলোকে ধারণ করে?
উ: সাইটোপ্লাজম।