তড়িৎ প্রবাহের উৎপন্ন তাপের ক্ষেএে বিজ্ঞানী প্রসকট্ জুল তিনটি সূএ প্রদান করেন। এগুলো তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের সূএ নামে পরিচিত।
1. প্রথম সূএ (first law) - প্রবাহের সূএ
পরিবাহীর রোধ (R) এবং প্রবাহকাল (t) অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ (H), তড়িৎ প্রবাহ (i) এর বর্গের সমানুপাতিক। অর্থাৎ,
H ∝ i2
2. দ্বিতীয় সূএ (2nd law): - রোধের সূএ
তড়িৎ প্রবাহ (i) এবং প্রবাহকাল (t) অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপ (H) পরিবাহীর রোধের (R) সমানুপাতিক। অর্থাৎ
H ∝ R
3. তৃতীয় সূএ(3rd law) - প্রবাহকালের সূএ
তড়িৎ প্রবাহ (i) এবং পরিবাহী রোধ (R) অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহের ফল উৎপন্ন তাপ (h) প্রবাহকাল (t) এর সমানুপাতিক। অর্থাৎ
H ∝ t
জুলের তিনটি সূএ থেকে লেখা যায়,
H ∝ i2 Rt
বা, H =K i2Rt
এখানে K একটি সমানুপাতিক ধ্রুবক। তাপকে ক্যলোরি এককে প্রকাশ করা হলে K = 1/J লেখা হয়। এখানে, J কে তাপের যান্ত্রিক সমতা বা জুলের তুল্যাংক বলে।
[ 1 cal = 4.2 J ]
★ তড়িৎ ক্ষমতা (Electrical power) :
সময়ের সাপেক্ষে কোন তড়িৎ যন্ত্রের তড়িৎ শক্তি ব্যায়ের হারকে তড়িৎ ক্ষমতা বলে। নিম্নক্ত চারটি সূএের সাহায্য তড়িৎ ক্ষমতা নির্নয় করা যায় :
P = i2 Rt
P = V2t/R
P = Vit
P = w /t
আর যদি একক সময়ে ব্যায়িত তড়িৎ শক্তি নির্নয় করতে বলে তাহলে,
W = i2R
W = V2/R
P = Vi
আমরা জানি,
কৃতকাজ =ব্যায়িত শক্তি
ক্ষমতার যান্ত্রিক একক অশ্বক্ষমতা বা H.P.(horsepower)
1 H.P = 746 W
1000W =1kw
106 W = 1 MW
◾ কোন তড়িৎ উৎসের তড়িৎ ক্ষমতা 2.36 x 1012 w বলতে কী বোঝ?
কোন তড়িৎ উৎসের তড়িৎ ক্ষমতা 2.36 x 1012 w বলতে বোঝায় ঐ তড়িৎ উৎস প্রতি সেকেন্ডে 2.36 x 1012 J শক্তি সরবরাহ করে।
আবার,
কোন তড়িৎ উৎসের তড়িৎ ক্ষমতা 2.36 x 1012 w বলতে বোঝায় ঐ তড়িৎ উৎস প্রতি সেকেন্ডে 2.36 x 1012 J যান্ত্রিক শক্তি কে তড়িৎ শক্তিতে রুপান্তরিত করে।
[1 unit = 1 কিলোওয়াট - ঘন্টা /KWh-1 ]
★ কিলোওয়াট ঘন্টা কাকে বলে?
এক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা চললে যে কাজ সম্পন্ন করে তাকে কিলোওয়াট ঘন্টা বলে।