তাপোৎপাদী বিক্রিয়া (Exothermic Reactions)
যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপোৎপাদী বিক্রিয়া বলে যেমন: হেবার প্রণালিতে মোল নাইট্রোজেন ও ও মোল হাইড্রোজেন হতে 2 মোল অ্যামোনিয়া উৎপাদনের সময় 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়।
বিক্রিয়াটি নিম্নরূপ:
N (g)+H (g)= 2NH3 (g)
N2(g) +3H (g) =2NH3(g) ΔΗ=-92 kJ
92 kJ তাপএখানে Ee চূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। সমতাকৃত সমীকরণ অনুযায়ী একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে তাপের যে পরিবর্তন হয় তাকে বিক্রিয়া তাপ বলে। বিক্রিয়ার তাপকে del H দ্বারা প্রকাশ করা হয়। বিক্রিয়ায় তাপ উৎপাদন হলে del H এর মান ঋণাত্মক হয়। কাজেই আমরা আগের বিক্রিয়াকে এভাবে লিখতে পারি
তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া (Endothermic Reactions)
যে রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া বলে।
যেমন-
N(g) + O(g) + 180 kJ = 2NO(g)