ড্রাই সেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া ও বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কৌশল:
ড্রাই সেলে অ্যানোড হিসেবে।
সাধারণত ধাতব জিংকের তৈরি। ছৈাট কৌটা ব্যবহার করা হয়। (ম্যাঙ্গানিজ তাই অনামীদ (Mno.), অ্যামোনিয়াম ক্লোরাইড (NH,CI), জিংক ক্লোরাইড। (ZnCl,) ও পাতিত পানি মিশ্রিত করে প্রস্তুতকৃত কাই (paste) দ্বারা জিংকের তৈরি ছোট কৌটা পূর্ণ করা হয়। এরপর জিংকের কৌটাটির মাঝখানে একটি কার্বন (গ্রাফাইট) দন্ড প্রবেশ করানো হয় কার্বন দন্ড ক্যাথোড হিসেবে কাজ করে।
যখন কোনো বাল্ব বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুইটি প্রান্ত (ধনাত্মক প্রান্ড এবং ঋণাত্বক প্রান্ত) এর সাথে দুইটি তার যুক্ত করে একটি তার জিংক কৌটার সাথে এবং অন্য তার কার্বন দন্ডের সাথে যুক্ত করা হয় তখন নিম্নরূপ বিক্রিয়া সংঘটিত হয়।
ড্রাই সেলের অ্যানোডের জিংক ২টি ইলেকট্রন ত্যাগ করে Zin' এ পরিণত হয়।
অ্যানোডে বিক্রিয়া:
Zn = Zn + 2 e