রাশিয়ান বিজ্ঞানী মার্কনিভ অপ্রতিসম দুটি যৌগের বিক্রিয়া করে দেখেন যে দুটি যৌগ উৎপন্ন হয়। এ দুটি যৌগের মধ্যে কোনটি প্রধান উৎপাত তা আমরা এই নীতির আলোকে সহজেই বলতে পারি।
★ তার আগে অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইন কি?
অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইন হচ্ছে যে যৌগে একই সাথে একক বন্ধন ও দ্বি বন্ধন বা এি বন্ধন থাকে বা কার্বন কার্বন দ্বি বন্ধনের দুই কার্বনে হাইড্রোজেন সংখ্যার পার্থক্য থাকে। তাহলে ইথিন কেন অপ্রতিসম অ্যালকিন নয় বুঝতেই পারছ।
★ এবার আসি অপ্রতিসম বিকারক কী?
অপ্রতিসম বিকারক হচ্ছে সেইসব যৌগ যেসব যৌগে ঐ মৌল ব্যাতীত অন্য মৌলও থাকবে। যেমন :
Cl 2 একটি প্রতিসম যৌগ কিন্তুু HCl একটি অপ্রতিসম যৌগ।
তার নীতিটি হচ্ছে :
অপ্রতিসম জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের যুৎ বা সংযোজন বিক্রিয়ার বিকারকের ধনাত্মক অংশ কার্বন কার্বন দ্বি বা এি বা পাই বন্ধনের ঐ কার্বনে যুক্ত হবে যে কার্বনের হাইড্রোজেন সংখ্যা বেশি।
এটি যেন ঠিক, তেলে মাথায় তেল দেওয়ার মতো। যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে আবার হাইড্রোজেন বা ধনাত্মক অংশ যুক্ত হবে।
আবার অন্যভাবে,
অপ্রতিসম জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের যুৎ বা সংযোজন বিক্রিয়ার বিকারকের ঋনাত্বক অংশ কার্বন কার্বন দ্বি বা এি বা পাই বন্ধনের ঐ কার্বনে যুক্ত হবে যে কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম। তাহলে তার বিক্রিয়াটি হচ্ছে :
এখানে,
দুটি উৎপাত উৎপন্ন হয়েছে যার একটি 1 - ব্রমো প্রোপেন ও 2- ব্রমো প্রোপেন।
এখন আসি বিক্রিয়ার প্রধান উৎপাত কোনটি হবে এবং কেন?
এখানে,
২ - ব্রমো ইথেন হবে প্রধান উৎপাত কারন এটি বেশি পরিমাণে উৎপন্ন হবে ৯০% . তোমরা নিশ্চয় কার্বো ক্যাটায়ন কি শুনেছ, যেখানে 3 degree বেশি সক্রিয় এবং মিথিলিন মুলক কম সক্রিয়। এদের সক্রিয়তা ক্রম হচ্ছে :
3 degree › 2 degree › 1 degree › CH+
এখানে,
১- ব্রমো প্রোপেন মানে 1 degree এর চেয়ে ২ - ব্রমো প্রোপেন মানে ২ degree বেশি সক্রিয় তাই 1 - ব্রমো প্রোপেন চেয়ে 2- ব্রমো প্রোপেন বেশি উৎপন্ন হয়। তাই এটি প্রধান উৎপাত।