★ প্রথম সূএ(1st law): (সময়কালের সূএ)
কৌনিক বিস্তার অল্প হলে এবং দোলকের কার্যকরী দৈর্ঞ অপরিবর্তিত থাকলে কোন নিদিষ্ট স্থানে একটি সরল দোলকের প্রতিটি দোলনকালের জন্য সমান সময় লাগে। এক্ষেএে দোলনকাল সময়ের উপর নির্ভর করে না।
★ দ্বিতীয় সূএ(2nd law):(দৈর্ঘ্যের সূএ)
কৌনিক বিস্তার অল্প হলে কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল (T) এর কার্যকরী দৈর্ঘ্য (L) এর বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ T^2 œL, যখন g ধ্রুব।
★ তৃতীয় সূএ(3rd law):(ত্বরনের সূএ)
কৌনিক বিস্তার অল্প হলে এবং সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য (L) অপরিবর্তিত থাকলে এর দোলনকাল (T) অভিকর্ষজ ত্বরন(g) এর বর্গমুলের ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ T^2 œ 1/g, যখন L ধ্রুব।
★ চতুর্থ সূএ(4th law):(ভরের সূএ)
কৌনিক বিস্তার অল্প হলে এবং কার্যকরী দৈর্ঘ অপরিবর্তিত থাকলে কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল ববের ভর, আয়তন,উপাদান ইত্যাদির উপর নির্ভর করে না। বিভিন্ন ভর, আয়তন বা উপাদানের জন্য দোলকের দোলনকাল একই হয়।